বাংলাদেশের সংবিধান PDF ডাউনলোড | Bangladesh Constitution PDF

 


বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা সাধু ভাষায় লিখিত। সংবিধানের পঞ্চম সংশোধনীর পর থেকে সংবিধানের প্রস্তাবনা ইসলামি বাক্যাংশ বিসমিল্লাহির-রাহমানির রাহীম দিয়ে শুরু হয়, যার অর্থ "পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে"। এরপর শপথ আকারে (আমরা, বাংলাদেশের জনগণ,...) স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ ও বিজয়ের কথা উল্লেখ করা হয়েছে।

 

বাংলাদেশের সংবিধানের জনক কে?

. কামাল হোসেন বাংলাদেশের সংবিধানের প্রণেতা হিসেবেই অধিক পরিচিত। রাজনীতিতে তিনি সবসময়ই সোচ্চার ছিলেন। ১৯৭০ সালের পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তান থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন।

 

৭২ সংবিধান কি?

১৯৭২ সালের ৪ঠা নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। সংবিধান দিবস পালন করা হয় ৪ঠা নভেম্বর। গণপরিষদে সংবিধানের উপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু বলেন, এই সংবিধান শহীদের রক্তে লিখিত, সংবিধান সমগ্র জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে। সূত্র- উইকিপিডিয়া

 

নিচের লিঙ্ক থেকে বাংলাদেশের সংবিধানের পিডিএফ ডাউনলোড করুন। Bangladesh Songbidhan PDF Download – Click below link. (Constitution before students mass uprising of 5th August 2024).

 

Download Server (Avro font)

Download Server (Book pdf)

 


 


 

 

Related searches:

বাংলাদেশের সংবিধান সম্পূর্ণ pdf ২০২৩, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সমূহ, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য কয়টি, বাংলাদেশের সংবিধানের ধারা কয়টি, সংবিধানের অনুচ্ছেদ সমূহ pdf, Bangladesh songbidhan pdf download bangla, Bangladesh songbidhan book, বাংলাদেশের সংবিধানে কয়টি ধারা আছে?, বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?, বাংলাদেশের সংবিধান লিখেন কে?, সংবিধান কি, কত প্রকার?, সংবিধান অর্থ কি?,বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?, প্রথম সংবিধানের কয়টি ভাগ ছিল?, bangladesh constitution pdf, The Constitution of the People‌‌‍'s Republic of Bangladesh, bangladesh constitution pdf bangla, Bangladesh constitution complete pdf 2023, Articles of the Constitution of Bangladesh, How many articles are there in the constitution of Bangladesh?, What are the characteristics of the constitution of Bangladesh?, How many clauses of the constitution of Bangladesh?, Articles of the Constitution pdf, bangladesh constitution pdf bangla


Powered by Blogger.