দিবাগত অর্থ কি? আজকের দিবাগত রাত কোনটি? Dibagoto raat kake bole?
দিবাগত (Dibagoto) শব্দের অর্থ কি?
দিবা বা দিন দুটি অর্থে ব্যবহৃত হয়। একটি হলো পুরো ২৪ ঘণ্টা অর্থে; অন্যটি শুধু সূর্যের আলো থাকাকালীন সময় বোঝাতে।
দিবাগত শব্দটিতে সূর্যের আলো বোঝানো হয়েছে। দিবাগত রাত হলো দিনের পর যে রাত আসে। অর্থাৎ এই রাতটি দিনের পর আগমন করে।
আজকের দিবাগত রাত কোনটি?
আজকের দিবাগত রাত হলো আজকে রাত ১২ টায় পরের রাতের অংশ। দিবাগত রাত = দিনের শেষে যে রাত আসলো। বুধবার রাত ৮ টা হলো বুধবারের দিবাগত রাত । অর্থাৎ বুধবারের দিনগত হয়ে রাত এলো বা বুধবারের দিন শেষ হয়ে গেলো এবং বুধবারের রাত এলো। দিবাগত রাত মূলত আরবি রাত দিনের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
Seaarch: ajker dibagoto rat kokhon, dibagoto raat kake bole, dibagoto rat, dibagoto rat ki, আজকের দিবাগত রাত কবে, দিবাগত রাত, দিবাগত রাত কখন, দিবাগত রাত কাকে বলে, শবে বরাতের রাত